১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৬

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে গোপন অস্ত্রাগারের সন্ধান

অনলাইন ডেস্ক

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে গোপন অস্ত্রাগারের সন্ধান

মণিপুরের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতীয় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। ভারতের শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, এই অভিযানে বেশ কিছু যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে। 

সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের সূত্র মতে, শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী, মণিপুর পুলিশ, সিআরপিএফ এবং বিএসএফের যৌথবাহিনী ৪৮ ঘণ্টার দীর্ঘ অভিযানে মণিপুরের এই দুই জেলার বিস্তৃত জঙ্গলে লুকানো অস্ত্রাগারের সন্ধান পায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭.৬২ মিমি একে সিরিজের অ্যাসল্ট রাইফেল, মডিফায়েড এম-১৬ রাইফেল, এবং বিভিন্ন ধরনের মর্টার ও গোলাবারুদ। 

স্থানীয় প্রশাসন উদ্ধারকৃত অস্ত্রগুলো মণিপুর পুলিশের হেফাজতে রেখেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। 

উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে মণিপুরে জাতিগত দাঙ্গা শুরু হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যদিও সম্প্রতি ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়েছে, তবে মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর