১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৮

অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে ছুরি হামলার শিকার কোমোরোসের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে ছুরি হামলার শিকার কোমোরোসের প্রেসিডেন্ট

কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি

ছুরি হামলার শিকার হয়েছেন পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে। এতে তিনি সামান্য আহত হয়েছেন। দেশটির সরকারি একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সরকারি মুখপাত্র ফাতিমা আহমাদেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্ট আজালি আসুমানি শুক্রবার রাজধানী মোরোনির কাছে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সময় ছুরিকাঘাতের শিকার হোন। তবে, তার আঘাত গুরুতর নয়। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

ছুরি হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

ছুরিধারীর পরিচয় প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি। তবে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী একজন তরুণ সামরিক কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা সামরিক পোশাক পরা ওই তরুণকে ঘরে ঢুকতে দেখেছেন, যেখানে শুভাকাঙ্ক্ষীরা মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরিকাঘাতে প্রেসিডেন্টের হাত জখম হয়েছে। ছুরি নিয়ে ঝাপিয়ে পড়ার আগেই হামলাকারীকে এক ব্যক্তি থামিয়ে দিয়েছিলেন।

প্রেসিডেন্ট আজালি ১৯৯৯ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এক দশক ক্ষমতায় থাকার পর তিনি ২০১৬ সালে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হন এবং চলতি বছরের জানুয়ারি মাসে পুনরায় বিতর্কিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।  তার বিরুদ্ধে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের অভিযোগ রয়েছে। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর