শিরোনাম
২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৯

রাশিয়ার ৮০টি ড্রোন হামলার পরিকল্পনা, ৭১টি ভূপাতিত করল ইউক্রেন

অনলাইন ডেস্ক

রাশিয়ার ৮০টি ড্রোন হামলার পরিকল্পনা, ৭১টি ভূপাতিত করল ইউক্রেন

রাশিয়ার ড্রোন হামলার বড় পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া গতকাল রাতে প্রায় ৮০টি ড্রোন পাঠিয়েছিল হামলার উদ্দেশ্যে। তবে ইউক্রেনের দক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছিল। ইউক্রেনের আকাশসীমায় ঢোকার পর ছয়টি ড্রোনকে শনাক্ত করা হলেও তারা হামলা চালাতে ব্যর্থ হয় এবং পরে হারিয়ে যায়।

এ ছাড়া রাশিয়ার বাহিনী লুহানস্ক অঞ্চলের দখলকৃত এলাকা থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছুড়ে। তবে ওই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি প্রতিহত করা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের এই পর্বে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাম্প্রতিক সাফল্য দেশটির প্রতিরক্ষা শক্তিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর