শিরোনাম
২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১৫

ইসরায়েলে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

ইসরায়েলে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা

ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা ইসরায়েলের একটি কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সোমবার সকালে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলেছে, তারা ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের পর্যবেক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায়, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী সত্তা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই এই ড্রোন হামলা চালানো হয়েছিল।

জোটটি উল্লেখ করেছে যে এটি দখলকৃত জমি জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু ও ধ্বংস করতে থাকবে।

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গত বছরের ৭ অক্টোবর থেকে দখলকৃত অঞ্চল জুড়ে সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে এরকম অসংখ্য অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম হামলায় এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ৪৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর