২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৭

যুক্তরাষ্ট্রে গাড়ির চীনা সফটওয়্যার, হার্ডওয়্যার নিষিদ্ধের প্রস্তাব

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে গাড়ির চীনা সফটওয়্যার, হার্ডওয়্যার নিষিদ্ধের প্রস্তাব

যানবাহনে চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যার নিষিদ্ধ করার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। জাতীয় নিরাপত্তায় ঝুঁকির বিষয়টিকে কারণ দেখিয়ে সোমবার এমন প্রস্তাব করা হয়। এতে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার পথে চীনা গাড়ি। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসন যানবাহনে চীনা সংস্থাগুলোর ডেটা সংগ্রহের পাশাপাশি ইন্টারনেট এবং নেভিগেশন সিস্টেমের সাথে সংযুক্ত যানবাহনের সম্ভাব্য বিদেশি ম্যানিপুলেশন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউস ফেব্রুয়ারিতে এ ব্যাপারে একটি সম্ভাব্য বিপদ সম্পর্কে তদন্তের নির্দেশও দিয়েছিল।

এখন নতুন করে গৃহীত এই প্রস্তাব পাস হলে, আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের গাড়ি থেকে প্রধান চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যার সরিয়ে নিতে বাধ্য করবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর