২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:০৯

সেনেগাল উপকূলে ৩০ পচাগলা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

সেনেগাল উপকূলে ৩০ পচাগলা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সেনেগালের রাজধানী ডাকারের উপকূলে একটি নৌকায় অন্তত ৩০টি পচাগলা মরদেহ পাওয়া গেছে।

স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়। দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নৌকাটির উপস্থিতি সম্পর্কে অবহিত হয় এবং সঙ্গে সঙ্গে একটি টহল নৌকা ওই এলাকায় পাঠানো হয়।নৌকাটিতে ৩০টি মৃতদেহ পাওয়া গেছে।

পাশাপাশি তদন্তে মরদেহের সঠিক সংখ্যা এবং নৌকাটির উৎস সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। প্রচণ্ডে গরমে মৃতদেহগুলো পচে যাওয়ায় সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানায় সামরিক বাহিনী।

আফ্রিকার অভিবাসীরা স্পেনে পৌঁছানোর জন্য পশ্চিম আফ্রিকার উপকূল থেকে কানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের যে নৌপথ ব্যবহার করে, সেই পথকে বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে ধরা হয়।

অভিবাসন সংক্রান্ত অধিকার সংস্থা ওয়াকিং বর্ডার্স গত জুন মাসে জানিয়েছিল, ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে প্রায় ৫ হাজার অভিবাসন প্রত্যাশী সমুদ্রে ডুবে মারা গেছেন, যারা স্পেনের দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর