২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৫

ইসরায়েলের তীব্র হামলায় বিমান চলাচল ব্যাহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলের তীব্র হামলায় বিমান চলাচল ব্যাহত

ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে গত সোমবার থেকে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। এখন পর্যন্ত এই হামলায় ৫০ শিশুসহ ৫৫৮ জন নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো তাদের ফ্লাইট পরিচালনায় সতর্কতা নিয়েছে। সংঘাতের কারণে ঝুঁকিপূর্ণ আকাশসীমা এড়িয়ে চলতে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে তারা।

 ফ্লাইট বাতিলের তালিকা:
এয়ার আলজেরি: আলজেরিয়ার এই এয়ারলাইনসটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবাননে সব ফ্লাইট স্থগিত করেছে।
এয়ার অ্যারাবিয়া: ২৪ সেপ্টেম্বর থেকে শারজা ও আবুধাবি থেকে বৈরুতগামী সব ফ্লাইট বাতিল করেছে।
এয়ার ফ্রান্স-কেএলএম: এয়ার ফ্রান্স বৈরুতের ফ্লাইট ১ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে। তবে কেএলএম ২৬ অক্টোবর পর্যন্ত তেল আবিবের ফ্লাইট বাতিল করেছে। তাদের ট্রান্সাভিয়া ফ্লাইট ২০২৫ সালের মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
এয়ার ইন্ডিয়া: তেল আবিবগামী সব ফ্লাইট স্থগিত করেছে।
ক্যাথে প্যাসিফিক: ২০২৪ সালের ২৭ মার্চ পর্যন্ত তেল আবিবে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
ডেল্টা এয়ারলাইনস: নিউইয়র্ক থেকে তেল আবিবে ফ্লাইট চলাচল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করেছে।
ইজিজেট: যুক্তরাজ্যভিত্তিক এই এয়ারলাইনসটি এপ্রিল থেকে তেল আবিবের ফ্লাইট স্থগিত করেছে, যা ২০২৪ সালের ৩০ মার্চ আবার শুরু হবে।
ইজিপ্টএয়ার: মিসর থেকে বৈরুতে ২৪ সেপ্টেম্বরের ফ্লাইট বাতিল করেছে।
এমিরেটস: ২৪ ও ২৫ সেপ্টেম্বরের বৈরুতের ফ্লাইট বাতিল করেছে।
লট এয়ারলাইনস: পোল্যান্ড থেকে সব ধরনের লেবাননগামী ফ্লাইট স্থগিত করেছে।
লুফথানসা গ্রুপ: জার্মানির এই এয়ারলাইনসটি তেল আবিব ও তেহরানের ফ্লাইট ১৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে, এবং বৈরুতে ফ্লাইট স্থগিত থাকবে ২৬ অক্টোবর পর্যন্ত।
পেগাসাস এয়ারলাইনস: ২৪ সেপ্টেম্বর পর্যন্ত লেবাননে ফ্লাইট বাতিল করেছে।
কাতার এয়ারওয়েজ: ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৈরুতের ফ্লাইট স্থগিত করেছে।
রায়ানএয়ার: ২৬ অক্টোবর পর্যন্ত তেল আবিবের ফ্লাইট বাতিল করেছে।
সুন্দএয়ার: বার্লিন থেকে বৈরুতের ফ্লাইট ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করেছে।
সানএক্সপ্রেস: তুরস্ক থেকে বৈরুতগামী ফ্লাইট ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে।
ইউনাইটেড এয়ারলাইনস: অনির্দিষ্টকালের জন্য তেল আবিবের ফ্লাইট স্থগিত করেছে।

লেবাননের আকাশসীমা নিয়ে সতর্কতা:

ব্রিটিশ সরকার ৮ আগস্ট থেকে ৪ নভেম্বর পর্যন্ত লেবাননের আকাশসীমায় ব্রিটিশ এয়ারলাইনসের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। ‘সামরিক তৎপরতার ঝুঁকি’ এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর