২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৯

বিরোধপূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, সতর্ক অবস্থায় চীন

অনলাইন ডেস্ক

বিরোধপূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, সতর্ক অবস্থায় চীন

তাইওয়ান প্রণালীর বিরোধপূর্ণ জলসীমায় প্রবেশ করেছে জাপানি যুদ্ধ জাহাজ। জানা গেছে, জাপানের নৌবাহিনীর ডেস্ট্রয়ার জেএস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রণালি অতিক্রম করে। এ নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে চীন।

তাইওয়ান প্রণালিকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে ওই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধজাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বিবিসি জানায়, জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে। তবে জাপান, তাইওয়ান বা চীন কেউই এই প্রণালি পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালিতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা টহল বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান দুই দেশেরই দাবি, এটি একটি প্রধান শিপিং এবং বাণিজ্যিক সমুদ্রপথ। এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবধরনের নৌ জাহাজের জন্য উন্মুক্ত। তবে চীন তা মানতে নারাজ। সেজন্যই এই অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর