শিরোনাম
৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৬

মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনে প্রস্তুত যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েনের জন্য অনেক সেনা প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইরান, ইরান-সমর্থিত অংশীদার এবং ছায়া গোষ্ঠীগুলোকে চলমান পরিস্থিতিকে কাজে লাগানো কিংবা সংঘাত বাড়িয়ে তোলা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।

নতুন কতগুলো বিমান মোতায়েন করা হবে সে বিষয়ে কিছু জানায়নি পেন্টাগন। কেবল বলেছে, আগামী দিনে আমরা আমাদের প্রতিরক্ষামূলক বিমান সহায়তা সক্ষমতা আরও শক্তিশালী করব।

ইরানকে চলমান সংঘাত আর না বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যার ঘটনা তেহরানকে প্রতিশোধ নিতে প্ররোচিত করতে পারে- এমন উদ্বেগ বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঠিক করে নিতে পেন্টাগনকে নির্দেশ দেওয়ার দু’দিন পর এই ঘোষণা এলে।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর