৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০২

ইসরায়েলি হামলায় লেবাননে হামাস নেতা আল-আমিনি নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলি হামলায় লেবাননে হামাস নেতা আল-আমিনি নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ফাতাহ শরিফ আবু আল-আমিনি হত্যা করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। হামাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হামাস জানিয়েছে, ফাতাহ শরিফ আবু আল-আমিনি লেবাননে হামাসের নেতা ছিলেন। হামাসের প্রবাসী নেতৃত্বের একজন সদস্য ছিলেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলে আল-বাস শরণার্থীশিবিরে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। 

ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার আনুষ্ঠানিকভাবে জানায়, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তারা।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর