৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৩৪

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩

অনলাইন ডেস্ক

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩

নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। সোমবার উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে।

এই ঘটনায় ৯১ জনের বেশি মানুষ আহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩১ জনের বেশি মানুষ। এই ভূমিধসের সময় অন্তত তিনটি বাস মাটির নীচে চাপা পড়ে। 

নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেন, কাঠমান্ডুর দক্ষিণ অংশে একটি মহাসড়কে যানবাহনের ওপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

দুই দশকের বেশি সময়ের মধ্যে নেপালে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কাঠমান্ডু ও আশপাশের এলাকায় গত শনিবার সকাল পর্যন্ত ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে কাঠমান্ডুর অনেক এলাকা প্লাবিত হয়। ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় পুরো দেশ থেকে কাঠমান্ডু সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর