দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে আজ বৃহস্পতিবার দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের নির্বিচার হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া, ইসরায়েলি গণমাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুনকরে দুই ইসরায়েলি সেনা নিহতের খবর দেওয়া হয়েছে।
বলা হয়েছে, উদিসা এবং মারুন আল-রাস শহরে হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের দুই সদস্য প্রাণ হারিয়েছে। হিজবুল্লাহর আজকের হামলায় আরও কয়েক জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরায়েলি গণমাধ্যম এখনও তা স্বীকার করেনি।
এর আগে গতকাল (বুধবার) ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে তাদের আট সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহতদের পাঁচ জন উঁচু র্যাঙ্কের সামরিক অফিসার। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, তাদের আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 'আল-আলম' টিভি চ্যানেল কয়েকটি সাজোয়া যানের ছবি সম্প্রচার করেছে যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে গনিমত হিসেবে পেয়েছে হিজবুল্লাহ।সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শআ