৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৩

দক্ষিণ লেবাননে মসজিদে ইসরায়েলি হামলা

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননে মসজিদে ইসরায়েলি হামলা

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের একটি হাসপাতাল সংলগ্ন মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল লেবাননের বেসামরিক স্থাপনায় হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

সালাহ গান্দুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় চিকিৎসাকর্মীরা আহত হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থাই গুরুতর।

অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ যোদ্ধারা ওই মসজিদে অবস্থান করছিল জেনেই তারা হামলা চালিয়েছে। 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিনত জিবেলি শহরের ওই হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হাসাপাতালের পরিচালক জানিয়েছে, সরাসরি হাসপাতালটিতে হামলা চালানো হয়। অনেককেই উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বৈরুতের শহরতলিতে আরও বোমা হামলার পর ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে নতুন স্থলে অনুপ্রবেশ করতে চেয়েছিল।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর