হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা হাশেম সাফিউদ্দিনের সঙ্গে গত শুক্রবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। শনিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। সাফিউদ্দিন বর্তমান নিহত নেতা হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বড় ধরনের বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল সাফিউদ্দিনের অবস্থান। সাফিউদ্দিন সেসময় ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
লেবাননের আরও দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের দহিয়েহ এলাকায় ইসরায়েলের টানা বিমান হামলা চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এসব হামলা এতই ব্যাপক যে উদ্ধারকর্মীদের জন্য সেখানে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। তবে হামলার পর থেকে হিজবুল্লাহ তাদের নেতার অবস্থা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।ইসরায়েলের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেন, বৃহস্পতিবার রাতে চালানো বিমান হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা পর্যবেক্ষণ করছে। মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের সদর দপ্তর।
সাফিউদ্দিনের নিখোঁজ হওয়া হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা হতে পারে, বিশেষ করে তিনি সংগঠনের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচিত ছিলেন। ইরানের সহায়তায় পরিচালিত এই সংগঠনের জন্য এটি একটি সংকটময় পরিস্থিতি তৈরি করবে এবং তেহরানের ওপরও চাপ বাড়াবে।
ইসরায়েল লেবাননে হামলার পরিধি আরও বাড়িয়েছে। শনিবার প্রথমবারের মতো তারা ত্রিপোলি শহরে আঘাত হানে, যেখানে সুন্নি মুসলমানদের সংখ্যা বেশি। ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েল এ অঞ্চলে হামলা চালিয়েছিল, তবে এবার তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল