৭ অক্টোবর, ২০২৪ ০৭:৪৬

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চান ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চান ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ে ম্যাক্রোঁ ইসরায়েলকে অস্ত্র সরবরাহের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

বর্তমানে লেবাননেও স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল।

‘ফ্রান্স ইন্টারকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ ওই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি আজকের এই সময়ে দাঁড়িয়ে মনে করি, রাজনৈতিক সমাধানে ফিরে যেতে গাজায় যুদ্ধ করার জন্য (ইসরায়েলকে) অস্ত্র সরবরাহ না করাই এখন আমাদের অগ্রাধিকার। ফ্রান্স কোনো (অস্ত্র) সরবরাহ করছে না।’

ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী শীর্ষস্থানীয় কোনো দেশ নয়। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে গাজায় রাজনৈতিক সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টায় দেশটির বড় ভূমিকা রয়েছে।

গত সেপ্টেম্বরে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছিল যুক্তরাজ্যও। তখন দেশটি বলেছিল, এ সব অস্ত্রের ব্যবহারে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ‘স্পষ্ট ঝুঁকি’ রয়েছে।

মাখোঁ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লেবাননে সেনা পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘উত্তেজনা এড়ানোই’ অগ্রাধিকার হওয়া উচিত।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর