৭ অক্টোবর, ২০২৪ ১২:৫৭

ইসরায়েলি বোমা বিস্ফোরণে অদ্ভুত রঙের ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণ কী?

অনলাইন ডেস্ক

ইসরায়েলি বোমা বিস্ফোরণে অদ্ভুত রঙের ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণ কী?

সংগৃহীত ছবি

গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েল ইউরেনিয়ামসমৃদ্ধ বোমা ব্যবহার করছে বলে জানিয়েছে আল-মায়াদিন টিভি চ্যানেল।

ইউরেনিয়ামযুক্ত বোমার ব্যবহার এবং মানুষের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের টিভি চ্যানেলটি। 

আল-মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলি কিছু বোমা বিস্ফোরণের রং হলদে কমলা। এই রং সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না। বিস্ফোরণের পর হলুদ ও কমলার মাঝামাঝি রঙের যে ধোঁয়া সৃষ্টি হয়, তা থেকে বোঝা যায় এগুলো আসলে কমমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা।

প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের বোমা বিস্ফোরণ মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ইসরায়েল গাজা যুদ্ধে এ ধরনের বোমা ব্যবহার করেছে। কয়েকদিন আগে লেবাননের বেসামরিকদের ওপরও এ ধরনের বোমা ফেলেছে।

গবেষণায় দেখা গেছে, ইসরায়েলের ব্যবহৃত এই বোমাগুলোর নাম এমকে-৮৪, যার ওজন ২০০০ পাউন্ড বা ৯০৭ কিলোগ্রাম। সূত্র: আনাদোলু এজেন্সি, পার্সটুডে 

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর