৭ অক্টোবর, ২০২৪ ১৩:০৭

২৪ ঘণ্টায় লেবাননের ১৫০ নিশানায় হামলা ইসরায়েলের

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় লেবাননের ১৫০ নিশানায় হামলা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার লেবাননে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটিতে একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে ইহুদিবাদীরা। গত ২৪ ঘণ্টায় লেবাননে ১৫০টির বেশি নিশানায় হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, স্থল অভিযান চলাকালে রবিবার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ১৫০টির বেশি নিশানায় হামলা চালিয়েছে। এছাড়া তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহের বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য নতুন উচ্ছেদ আদেশ জারি করেছে। এই এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর ৯৮ এবং ৩৬ ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার টানেল ও হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে এ হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দিন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এছাড়া তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর