৭ অক্টোবর, ২০২৪ ১৪:২১

ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে পশ্চিমা নেতাদের যে ডাক দিয়েছেন তাতে বেজায় চটেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয় এ আহ্বানের নিন্দা জানিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি। 

রোববার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা যে আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি।

ফ্রান্স আর কোনো অস্ত্র সরবরাহ করছে না বলেও জানান তিনি। 

আল জাজিরা বলছে, যদিও ফ্রান্স ইসরায়েলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রথম সারির দিকে না তবে ইউরোপিয়ান ইউনিয়নে দেশটির প্রভাব উল্লেখযোগ্য। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করছে। 

এদিন সাক্ষাৎকারে ম্যাক্রোঁ গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাক্রোঁ বলেছেন, আমার মনে হচ্ছে আমরা শুনছি না, আমার মনে হয় এটা ভুল। এ ক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আছে। 

এ ছাড়া লেবাননে স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ম্যাক্রোঁ। তিনি বলেছেন, উত্তেজনা কমানোতে অগ্রাধিকার দেওয়া উচিৎ।

পরে একই দিন এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইসরায়েলে অস্ত্র সরবরাহ বিষয়ে ম্যাক্রোঁর অবস্থানের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে লড়াই করছে। 

তিনি বলেন,‘যেহেতু ইরানের মদদে চালানো বর্বরতার বিরুদ্ধে আমরা লড়াই করছি, সব সভ্য দেশের উচিত আমাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। অথচ এ পরিস্থিতিতেও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং পশ্চিমা অনেক নেতা ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন। এটা তাদের জন্য লজ্জা।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর