২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালিয়েছিলো গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েল গাজায় ধারাবাহিক হামলা চালাচ্ছে। পাল্টা প্রতিরোধ করছে হামাসও। গাজার যুদ্ধ বর্তমানে ছড়িয়ে পড়েছে লেবাননে। এমনকি গোটা মধ্যপ্রাচ্যই এখন যুদ্ধের হট সিটে বসে আছে।
এবার গাজা যুদ্ধের বর্ষপূর্তির দিনে ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে হিজবুল্লাহ।
আল কাসাম ব্রিগেড জানিয়েছে, সোমবার তারা এই হামলা চালিয়েছে। মাকাদমা এম৯০ রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তেলআবিবের শহরতলীতে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে তেলআবিবের শহরতলীতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হোলন ও হাইফার শিল্প এলাকায় দুইটি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল