৮ অক্টোবর, ২০২৪ ১৬:০৩

ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের ইরানের সক্ষমতার পরীক্ষা নিতে আসা ঠিক হবে না। আরাঘচি বলেছেন, তেল আবিব ভালো করেই জানে তাদের যেকোনো টার্গেটে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম।

আরাঘচি ‌‌‘আল আকসা ফ্লাড: দ্য বিগিনিং অব নাসরুল্লাহ’ নামের আলোচনা সভায় যোগ দিয়ে তেহরানে এ কথা বলেন।

আল আকসা অভিযানকে তিনি ইসরায়েলের জন্য সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই আঘাত ইসরায়েলের জন্য বড় পরাজয়। 

আরাঘচি বলেছেন, ‘আমরা ইহুদিবাদী শাসককে বলি ইরানের সংকল্প পরীক্ষা না করতে। কারণ, ইরানের ওপর যেকোনো হামলার জবাব দেওয়া হবে আগের চেয়েও শক্তিশালীভাবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের সব গতিবিধি নজরে রাখছেন তারা। প্রয়োজনে সব ধরনের জবাব দেয়া হবে। ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে তেহরান মোটেও দ্বিধা করবে না।

ইসরায়েল ইরানের কোনো স্থাপনায় হামলা করলে তারও দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরাঘচি। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর