৮ অক্টোবর, ২০২৪ ১৭:০৪

হিজবুল্লাহর লজিস্টিক নেটওয়ার্কের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহর লজিস্টিক নেটওয়ার্কের প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ফাইল ছবি

লেবাননের রাজধানী বৈরুতে সোমবার বিমান হামলা চালিয়ে সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতি এই দাবি করে।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ বৈরুতে সোমবার সন্ধ্যায় ‘সুনির্দিষ্ট’ বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার সুহেল হুসেইন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সুহেল হুসেইন হিজবুল্লাহ গোষ্ঠীর লজিস্টিক নেওয়ার্কের প্রধান ছিলেন। ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বণ্টনের দায়িত্বে ছিলেন তিনি।

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, সুলেইল হিজবুল্লাহর সামরিক নেতৃত্ব কাউন্সিলের সদস্য ছিলেন, যা জিহাদ কাউন্সিল নামে পরিচিত। 

ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর