৮ অক্টোবর, ২০২৪ ২১:০১

গাজা যুদ্ধের সমাপ্তির শর্ত ছাড়াই যুদ্ধবিরতি চায় হিজবুল্লাহ!

অনলাইন ডেস্ক

গাজা যুদ্ধের সমাপ্তির শর্ত ছাড়াই যুদ্ধবিরতি চায় হিজবুল্লাহ!

নাইম কাসেম

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লাহর উপ-প্রধান নাইম কাসেম এ কথা জানান।

নাইম কাসেম জানিয়েছেন, “তিনি একটি যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন।”

তবে প্রথমবারের মতো লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ বন্ধ করার পূর্ব শর্ত হিসেবে গাজায় যুদ্ধের সমাপ্তির কথা উল্লেখ করেননি তিনি।

হিজবুল্লাহর এই নেতা জানিয়েছেন, পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুদ্ধ বিরতির জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে তিনি সমর্থন দিয়েছেন।

সম্প্রতি লেবাননে ইসরায়েলি স্থল আক্রমণ এবং শীর্ষ হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনা বেড়েই চলেছে।

নাইম কাসেম তার ৩০ মিনিটের টেলিভিশন ভাষণে বলেছেন, “আমরা যুদ্ধবিরতির জন্য বেরির নেতৃত্বে রাজনৈতিক কার্যকলাপকে সমর্থন করি।” সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর