৯ অক্টোবর, ২০২৪ ১২:৩৬

নিজের ডিজাইন করা গাড়ি স্ত্রীকে উপহার দিলেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক

নিজের ডিজাইন করা গাড়ি স্ত্রীকে উপহার দিলেন জাকারবার্গ

স্ত্রীকে উপহার দেয়ার জন্য নিজে গাড়ির ডিজাইন করেছেন মার্ক জাকারবার্গ। তারপর সেই নকশা করা গাড়িটি তৈরি করেছে জনপ্রিয় মোটারগাড়ি নির্মাতা পোরশে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নিজের জন্যও একটি পোরশে গাড়ি কিনেছেন, তবে সেটির নকশা মার্কের করা নয়। দুটি গাড়ি পেছনে রেখে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ।

স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। সাধারণত এমন গাড়ি পোরশে বানায় না। শুধু মার্ক জাকারবার্গের জন্যই ওয়েস্ট কোস্ট কাস্টমস নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় মিনিভ্যানটি তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়িটির মডেল পোরশে ৯১১ জিটি৩। দুটি গাড়ির রংই ধূসর।

ফেসবুক ও ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ ছবি পোস্ট করে লিখেন, ‘আরেকটা নতুন গল্প। প্রিসিলা একটি মিনিভ্যান চেয়েছিল, তাই আমি এমন কিছু নকশা করেছি। আমি নিশ্চিতভাবে এমন একটি নকশা করেছি, যা একটি পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। আরেকটি ম্যানুয়াল জিটি–৩ নিয়েছি। পোরশে ও ওয়েস্ট কোস্ট কাস্টমকে ধন্যবাদ।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ওয়েস্ট কোস্ট কাস্টমসের মাধ্যমে ক্রেতারা নিজের পছন্দমতো গাড়ির নকশা ও বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে পারেন।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর