যুক্তরাষ্ট্র সফর বাতিল হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইয়োভ গ্যালান্টের যুক্তরাষ্ট্র সফর বাতিলের খবরটি পেন্টাগন মঙ্গলবার (৮ অক্টোবর) জানিয়েছে। তবে গ্যালান্ট কেন তার সফর বাতিল করেছেন সে কারণ বলতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এমনকি, এ বিষয়ে জানতে সাংবাদিকদের ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘আমাদের এইমাত্র জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার ওয়াশিংটন সফর স্থগিত করবেন।’ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গ্যালান্টের বুধবারের পরিকল্পিত সফরের আগে প্রথমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে, গ্যালান্ট আশা করেছিলেন, তার মার্কিন সফর ইরান ইস্যুতে সমন্বয় জোরদার করবে। তবে তার প্রস্থানের কয়েক ঘণ্টা আগে, নেতানিয়াহু দুটি পূর্বশর্ত রেখেছিলেন। প্রথম শর্তটি হচ্ছে বাইডেনের সঙ্গে তার ফোনালাপ, আর দ্বিতীয়টি ইরানে প্রতিক্রিয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন।
জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) বাইডেনের সঙ্গে ফোনালাপ হওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর।
বিডি প্রতিদিন/নাজিম