৯ অক্টোবর, ২০২৪ ১৭:০৩

ইসরায়েলের সামরিক স্থাপনায় তিন দফা ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সামরিক স্থাপনায় তিন দফা ড্রোন হামলা

ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। যদিও এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

 বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং অধিকৃত গোলান মালভূমিতে তিনটি ড্রোন হামলা চালিয়েছে ইরাকের এই সংগঠন। এর আগে, ইরান সমর্থিত এই আধা-সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপরও আঘাত হেনেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা পূর্ব দিক থেকে আসা ড্রোনগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, গাজায় ইসরায়েলের সামরিক হামলার তীব্রতা এবং লেবাননে তাদের আগ্রাসনের সম্প্রসারণের ফলে এই হামলা বৃদ্ধি পেয়েছে। 

উল্লেখ্য, গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন থাকা মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর