৯ অক্টোবর, ২০২৪ ২১:০২

পিয়ংইয়ংয়ে প্রতিরক্ষামন্ত্রীর রদবদল

অনলাইন ডেস্ক

পিয়ংইয়ংয়ে প্রতিরক্ষামন্ত্রীর  রদবদল

উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নো কিয়ং চোলকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, নো কিয়ং চোলের নিয়োগ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের কঠোর অবস্থানকে আরও দৃঢ় করবে।

কেসিএনএ জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কিম জং-উনের উপস্থিতিতে নো কিয়ং চোলের নাম নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। তিনি পূর্ববর্তী প্রতিরক্ষামন্ত্রী কাং সানের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে এই পরিবর্তনের পেছনে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

নো কিয়ং চোল এর আগে ২০১৮ সালে সিঙ্গাপুর ও ২০১৯ সালে ভিয়েতনামে কিম জং-উনের সঙ্গী ছিলেন। ওই সময় কিম সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকগুলো করেন।

অনুমান করা হচ্ছিল, উত্তর কোরিয়া এই সপ্তাহে এক বৈঠকে ১৯৯১ সালের আন্তকোরীয় চুক্তি বাতিল করতে পারে এবং দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে 'শত্রুরাষ্ট্র' হিসেবে ঘোষণা করতে পারে। তবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক থেকে এমন কোনো সিদ্ধান্ত আসেনি, যা অনেককে অবাক করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর