১৫ অক্টোবর, ২০২৪ ১৯:৪৮

ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

অনলাইন ডেস্ক

ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

ফাইল ছবি

ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অ্যালটিচুড এরিয়া ডিফেন্স বা (থাড)। 

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ।

ইরানের সাথে ইসরায়েলের বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলো।

পেন্টাগন জানিয়েছে, উন্নত ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থার উপাদান সোমবার থেকে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে এবং খুব শিগগিরই এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, আগামী দিনগুলোতে অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী এবং থাড ব্যাটারির উপাদান ইসরায়েলে পৌঁছতে থাকবে।

প্রসঙ্গত, থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয়। এই ব্যবস্থাটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়। স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম থাডের প্রজেক্টাইল। এই প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্রটির গতিপথ অনুসরণ করে এবং লক্ষ্যবস্তুকে ভূপাতিত না করা পর্যন্ত পিছু ছাড়ে না। ইসরায়েলের কাছে থাকা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে এটি অনেক বেশি কার্যকর। সূত্র: ওয়াশিংটন পোস্টটাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর