ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার ইরানে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ প্রসঙ্গে বলেছেন, এই আক্রমণকে ‘অতিরঞ্জিত কিংবা ছোট করে দেখা উচিত নয়’।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক পোস্টে তিনি জানান, ‘দুই রাত আগে এই অপরাধমূলক কর্মকাণ্ড ছিল ইসরায়েলের একটি ভুল পদক্ষেপ।’
শনিবার ইসরায়েল ইরানের সামরিক স্থাপনাগুলিতে বিমান হামলা চালায়। এই হামলা ছিল ১ অক্টোবর তেহরান থেকে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া। ইরানের সমর্থিত যোদ্ধাদের এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর এক কর্মকর্তার মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ওই হামলা চালিয়েছিল।
ইরান জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে চারজন ইরানি সেনা নিহত হয়েছে এবং কিছু রাডার সিস্টেম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ থেকে তেহরানকে সতর্ক থাকতে বলেছে। তবে ইরানি কর্মকর্তারা আক্রমণটিকে ছোট করে দেখিয়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার ওপর গুরুত্ব দিয়েছেন এবং সরাসরি প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দেননি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা “ভয় না পেয়ে তাদের ভূমি রক্ষায় বীরত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল