কাশ্মীরকে ইসলামাবাদের গলার শিরা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। তবে পাক সেনাপ্রধানের এ মন্তব্যের সমালোচনা করে ভারত বলেছে, কোনো বিদেশি জিনিস কীভাবে গলার শিরা হয়?
বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার ইসলামাবাদে বিভিন্ন দেশে কর্মরত পাকিস্তানের রাষ্ট্রদূতদের সম্মেলনে দেয়া বক্তব্যে জেনারেল মুনির কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘কাশ্মীর হলো ইসলামাবাদের গলার শিরা। তাই পাকিস্তানিরা কখনও তাকে ভুলতে পারবে না।’
বেলুচ বিদ্রোহীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে জেনারেল মুনির বলেন, ‘বেলুচিস্তান পাকিস্তানের গর্ব! তোমরা এত সহজেই এটা কেড়ে নেবে? ১০ প্রজন্মের মধ্যে কেড়ে নিতে পারবে না।
সভায় পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন। এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র–সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম।
এদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোনো বিদেশি জিনিস কীভাবে গলার শিরায় থাকতে পারে? এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তবে অবৈধভাবে তারা যেসব এলাকা নিয়েছে, সেগুলোর সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।’
পাকিস্তানের জেনারেলের মন্তব্যে ভারতের পাল্টা বক্তব্যে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : দ্য ইকোনমিক টাইমস।
বিডি-প্রতিদিন/শআ