ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ বৈঠক আগামী শনিবার ইতালির রোমে অনুষ্ঠিত হবে। আলোচনার ভেন্যু নিয়ে বিভ্রান্তি থাকলেও বুধবার তেহরান নিশ্চিত করেছে রোমেই হবে আলোচনা।
বৈঠকে মধ্যস্থতা করবে ওমান, আগেরবারের মতো। গত শনিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত প্রথম বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আলাদা কক্ষে বসে পরোক্ষ আলোচনায় অংশ নেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পক্ষে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
এদিকে, জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি তেহরানে পৌঁছেছেন, সম্ভাব্য চুক্তিতে সংস্থার প্রবেশাধিকার নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। লে মন্ডে-কে তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় সব ক্লু ইরানের হাতে।’
২০১৮ সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যেখানে অস্ত্র তৈরির জন্য প্রয়োজন ৯০ শতাংশ।
উইটকফ বলেছেন, চুক্তি কেবল ট্রাম্পের নীতিতেই সম্পন্ন হবে। এর জবাবে আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সমৃদ্ধিকরণের অধিকার নিয়ে কোনো দর–কষাকষি নয়।’
বিডি প্রতিদিন/আশিক