যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ইতিমধ্যে এই মামলায় ১৩০ জনের বেশি শিক্ষার্থী যোগ দিয়েছেন। তাদের অভিযোগ বেআইনিভাবে ও হঠাৎ করেই তাদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, ফলে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান ঝুঁকিতে পড়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হঠাৎ করে সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (SEVIS) থেকে তাদের স্ট্যাটাস বাতিল করে দিয়েছে, যার ফলে তারা গ্রেপ্তার, আটক বা নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন।
প্রাথমিকভাবে জর্জিয়া অঙ্গরাজ্যে ১১ জন শিক্ষার্থী মামলাটি করেন, পরে আরও ১১৬ জন এতে যোগ দেন। অনেক শিক্ষার্থী জানান, তাদের ভিসা বাতিল করা হলেও কোনো কারণ জানানো হয়নি।
জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির এক চীনা শিক্ষার্থী জানান, তাকে ভিসা বাতিলের বিষয়ে জানানো হলেও কারণ উল্লেখ করা হয়নি। তার ধারণা, পুরোনো এক ট্রাফিক ইস্যু নিয়ে হয়তো এমনটি হয়েছে, যদিও সেটি ইতিমধ্যে নিষ্পন্ন হয়েছে।
নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির এক ভারতীয় শিক্ষার্থী জানান, তার বিরুদ্ধে দোকানে চুরির একটি অভিযোগে মামলা হয়েছিল, যা পরে বাতিল করা হয়। তবুও তার ভিসা বাতিল করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করছেন।
শিক্ষার্থীরা আরও জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থায়ন বন্ধের হুমকি দিয়ে ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। এতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ভীতি ছড়িয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/আশিক