ইরানের হাতে পরমাণু বোমা থাকতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে শনিবার অ্যামেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে শুক্রবার এ সতর্কবার্তা দেন তিনি।
ওমানে গত সপ্তাহে পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও অ্যামেরিকার কর্মকর্তারা অংশ নেন।
ইতালির রাজধানী রোমে দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হবে।
এর আগে, হোয়াইট হাউজের ওভাল অফিসে এক সাংবাদিক ইরানকে বেসামরিক পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন কিনা, ট্রাম্পের কাছে তা জানতে চান।
জবাবে ট্রাম্প বলেন, খুব সহজভাবে বলতে গেলে আমি ইরানের পরমাণু অস্ত্র অর্জন বন্ধ করতে চাই। তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না। আমি চাই ইরান মহান, সমৃদ্ধ ও সমীহ জাগানিয়া (দেশ) হোক।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ওয়াশিংটন বাস্তববাদী হলে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে আমেরিকার চুক্তিতে পৌঁছানো সম্ভব।
একই দিনে ইরানের সিনিয়র এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহের আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিছু মাত্রায় কমানোর বিষয়ে তেহরানের ইচ্ছার কথা ওয়াশিংটনকে জানিয়েছে ইরান। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে পরমাণু চুক্তি থেকে সরে না আসার বিষয়ে ট্রাম্পকে সন্দেহাতীত গ্যারান্টি দিতে হবে।
পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে ইরানে হামলার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।
তেহরানের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণ করছে তারা। তবে আমেরিকাসহ পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ, ইরানের লক্ষ্য পরমাণু বোমা বাানানো।
বিডি প্রতিদিন/কেএ