লাদাখের লেহ-তে বিশ্বের সর্বোচ্চ উঁচুতে অন-সাইট থ্রিডি প্রিন্টেড বাঙ্কার বানালো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি হায়দারাবাদ (আইআইটি-এইচ) । যার উচ্চতা ১১,০০০ ফুট। সিম্পলিফোর্জ ক্রিয়েশনস ও ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিরক্ষা অবকাঠামোর ক্ষেত্রে বিরাট এই সাফল্য পেল আইআইটি-হায়দারাবাদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি বিশ্বের সর্বোচ্চ ইন-সিটু থ্রিডি প্রিন্টেড অবকাঠামো, যা সবচেয়ে উঁচুতে কম অক্সিজেন (HALO) পরিস্থিতিতে সফলভাবে নির্মাণ করা হয়েছে।
আইআইটি-এইচ-এর অধ্যাপক কেভিএল সুব্রামানিয়ামের নির্দেশনায়, দলগুলো কঠোর পরিবেশে কাজ করতে সক্ষম একটি বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং সিস্টেম তৈরি করেছে। স্থানীয়ভাবে প্রাপ্ত উপকরণ ব্যবহার করে মাত্র ১৪ ঘণ্টায় একটি ফর্ম-অপ্টিমাইজড বাঙ্কার প্রিন্ট করা হয় এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রকল্পটি পাঁচ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে।
অধ্যাপক সুব্রামানিয়াম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল বিশেষভাবে তৈরি কংক্রিট, যা কম অক্সিজেন, কম আর্দ্রতা এবং তীব্র তাপমাত্রার তারতম্যের মধ্যে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। আমরা আইআইটি-এইচ-এর উন্নত ল্যাবে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করেছি, যার মধ্যে স্থানীয় বালি এবং সমষ্টি বিশ্লেষণ এবং রিওলজি অধ্যয়ন অন্তর্ভুক্ত ছিল। এর ফলে আমরা উচ্চতর শক্তি, স্থায়িত্ব এবং স্থিতিস্থাপকতা প্রদানকারী মিশ্রণ তৈরি করতে সক্ষম হয়েছি।
সিমপ্লিফোর্জের সিইও ধ্রুব গান্ধী বলেন, “লাদাখে এই প্রকল্পটি বাস্তবায়ন করা মানুষ এবং মেশিন উভয়ের জন্যই একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। রোবোটিক প্রিন্টারটি ২৪ ঘণ্টারও কম সময়ে চালু করা হয়েছিল। কম অক্সিজেন বিদ্যুৎ ব্যবস্থা এবং কর্মীদের দক্ষতাকে প্রভাবিত করেছে, অন্যদিকে কম আর্দ্রতা এবং উচ্চ ইউভি উপাদানের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করেছে। তবুও, আমরা রেকর্ড সময়ের মধ্যে একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছি।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট
বিডি প্রতিদিন/একেএ