সারা দেশে অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার ৪৮৬ জন অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস-এর খবরে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করেছে। তারা ৩ হাজার ৮৭০টি অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৭৭ জন অভিবাসীকে আটক করেছে।
এ বিষয়ে অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান বলেন, ৫২ হাজার ৩১৮ জন অভিবাসীর তথ্য যাচাই–বাছাই করে তাদের আটক করা হয়েছে।
এছাড়া, অভিবাসন বিভাগের পাশাপাশি অন্যান্য বাহিনীর অভিযানে আরও ৮ হাজার ৮০৯ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার রাতে সেলানগরের তিনটি এলাকায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে অভিযান চালিয়ে ৫০৬ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৪৪৮ জন পুরুষ। আটক নারীর সংখ্যা ৫৮ জন, যাদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ার নাগরিক ও ১৮ জন নেপালের।
মহাপরিচালক জাকারিয়া আরও জানান, কুয়ালালামপুরে বৃহস্পতিবার রাতে চালানো অভিযানে ১৮৫ জন কর্মকর্তা অংশ নেন। সেখানে ৮৯৫ জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১৫০ জন মালয়েশিয়ার নাগরিকও ছিলেন।
সূত্র জানায়, আটক ব্যক্তিদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র ছিল না, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা বাসস্থানের শর্ত লঙ্ঘন করেছেন। কেউ কেউ ইস্যু করা ইউএনএইচসিআর কার্ড নিয়েও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, কিন্তু অনুমোদন না থাকায় আটক করা হয়।
শুধু অভিবাসীদেরই নয়, বৈধ কাগজপত্রবিহীন ব্যক্তিদের কাজে নিয়োগ দেওয়ায় ৪৯১ জনকেও আটক করা হয়েছে।
জাকারিয়া সাবান বলেন, ‘যেসব এলাকায় অভিবাসীর সংখ্যা বেশি, সেসব এলাকায় আমাদের তল্লাশি অভিযান চলবে। পাশাপাশি আকস্মিক অভিযানও চালানো হবে।’
সূত্র: নিউ স্ট্রেইট টাইমস, মালয়েশিয়া
বিডি প্রতিদিন/আশিক