নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেন্যুতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।
শুক্রবার (১৮ এপ্রিল) পুলিশের মুখপাত্র অ্যানেন সিউয়েস ক্যাথরিন এক বিবৃতিতে জানান, "বেন্যু রাজ্যের একটি অঞ্চলে বিশালসংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া হামলা চালায়। হামলার সময় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। আজ ভোরে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "মিলিশিয়ারা কৃষকদের লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে গুলি চালায়, এতে পাঁচজন নিহত হন। দুর্ভাগ্যবশত, হামলাটি একযোগে চালানো হয়—যেখানে পুলিশ পৌঁছানোর আগেই আরও ১২ জন নিহত হন।"
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জমি ব্যবহারে যাযাবর গবাদি পশুপালক ও স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনা। গত দুই সপ্তাহের কম সময়ে নিকটবর্তী মালভূমি রাজ্যে দুটি আলাদা হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক