ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার মস্কো সফরে যাবেন ওমানের সুলতান হাইসাম বিন তারিক।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ক্রেমলিন ও মাসকট সূত্রে শনিবার এ তথ্য জানা গেছে।
ক্রেমলিন জানিয়েছে, ওমানের সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে আলোচনায় ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডা নিয়ে বিদ্যমান প্রশ্নগুলো’র পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক এবং অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
ওমানের সুলতানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সুলতান মস্কো যাচ্ছেন। এই সফরটি ওমান সালতানাত ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে সম্পর্ক উন্নীত করার এমন প্রেক্ষাপটে হচ্ছে, যা দুই দেশের আকাঙ্ক্ষা পূরণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র এবং যৌথ স্বার্থ রক্ষার্থে সেগুলো কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন।
ওমানের মধ্যস্থতায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আজ রোমে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসেছে। প্রাথমিক আলোচনার পর্বের এক সপ্তাহ পর উভয় পক্ষই এটাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।
বিডি প্রতিদিন/নাজিম