পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে সন্দেহভাজন পশুপালকদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলে কৃষক ও পশুপালকদের ক্রমবর্ধমান প্রাণঘাতী সংঘাতের মাঝে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে এই ধরনের সংঘর্ষের কারণে উত্তর-মধ্য নাইজেরিয়া থেকে খাদ্য সরবরাহ বিঘ্ন ঘটছে। দেশটির ওই অঞ্চলে ব্যাপক পরিমাণ কৃষি জমি রয়েছে।
এর আগে, গত সপ্তাহে বেনু রাজ্যের ওতুকপু এলাকায় এক হামলায় ১১ জন নিহত হন। তারও আগে বেনুর পার্শ্ববর্তী প্লাটু রাজ্যে একাধিক গ্রামে বন্দুকধারীদের হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হন। সহিংস হত্যাকাণ্ডের এসব ঘটনার রেশ না কাটতেই বেনু রাজ্যে পশুপালকদের হামলার এই ঘটনা ঘটেছে।
স্থানীয় গবেষণা সংস্থা এসবিএম ইন্টেলিজেন্স বলেছে, ২০১৯ সাল থেকে চলা বিভিন্ন সংঘাত ওই অঞ্চলে ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সংঘাতে অঞ্চলটি থেকে ২২ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে যেতে বাধ্য হয়েছেন।
দেশটির পুলিশ বলছে, শুক্রবার ভোরের দিকে বেনু রাজ্যের উকুম এলাকার জিবাগিরের আশপাশে সন্দেহভাজন পশুপালকদের পৃথক একটি দল গুলি চালিয়ে ৫ কৃষককে হত্যা করেছে।
পুলিশের মুখপাত্র সিউয়েসে অ্যানেনি এক বিবৃতিতে বলেছেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
উকুমে হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের লোগো এলাকায় অন্য একটি হামলার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: রয়টার্স।