ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় মুখোমুখি বৈঠকে বসেছেন। ইতালির রাজধানী রোমে শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে প্রায় চার ঘণ্টা ধরে আলোচনা হয়। দুই পক্ষই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। আগামী ২৬ এপ্রিল আবার আলোচনায় বসতে পারেন তারা।
রোম থেকে এএফপি, জানায়, ওমান এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এর আগে, প্রথম দফার বৈঠক হয়েছিল ওমানের রাজধানী মাসকাটে। দেশটির সরকার জানিয়েছে, তৃতীয় দফার আলোচনা আবারও মাসকাটেই অনুষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রোমের বৈঠকে ‘গঠনমূলক’ পরিবেশ বজায় ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আগামী কিছুদিন দুই দেশ ‘পরোক্ষভাবে’ আলোচনায় যুক্ত থাকবে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ আলোচনার ধারা বজায় রাখতে সম্মত হয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ধীরে ধীরে গতি পাচ্ছে এবং যা আগে অকল্পনীয় ছিল, সেটাও এখন সম্ভাবনার পরিসরে এসেছে।
আলোচনার অগ্রগতি নিয়ে ইরানও আশাবাদী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেছেন, এবারের বৈঠক থেকে কিছু অগ্রগতি পাওয়া গেছে। বিশেষ করে দুই পক্ষের নীতিগত অবস্থান ও লক্ষ্য নিয়ে বোঝাপড়ায় উন্নতি হয়েছে।
২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে যুক্তরাষ্ট্র। ওই চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে তাদের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।
পরবর্তী সময়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ‘সর্বোচ্চ চাপ’ কৌশলের মাধ্যমে আবারও ইরানের ওপর কঠোর অবস্থান গ্রহণ করেন ট্রাম্প। তবে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি নতুন করে আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।
বর্তমানে রোমে অনুষ্ঠিত আলোচনা এবং ভবিষ্যৎ বৈঠকের পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের মধ্যে একবার ভেঙে পড়া সংলাপ আবারও জোড়া লাগতে শুরু করেছে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ