দুই দেশের চলমান বাণিজ্য আলোচনার মধ্যে আমাজন এবং ওয়ালমার্টের মতো মার্কিন ই-কমার্স জায়ান্টদের ভারতের বাজারে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে খাদ্যপণ্য এবং অটোমোবাইলের মতো ক্ষেত্রগুলোতেও রপ্তানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ২৬ শতাংশ শুল্ক চাপের মধ্যে রয়েছে ভারত।
ভারতের প্রতি বিধিনিষেধের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি হলো- ভারতের বাজারে সরাসরি বিনিয়োগে সীমাবদ্ধতা এবং আমেরিকান সংস্থাগুলোকে তাদের নিজস্ব ইনভেন্টরি বিক্রি করতে বাধা দেওয়াটা অনুচিত।
ভারতে তবে কী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স এর মুখোমুখি অবস্থানে দাঁড়াবে অ্যামাজন এবং ওয়ালমার্ট! অবশ্য বিষয়টি নিয়ে ভারতের সংশ্লিষ্ট খাতের কর্মকর্তা ও ব্যবসায়ীরা সতর্ক করেছেন যে, মার্কিন ই-কমার্স জায়ান্টদের বাজারে পূর্ণ প্রবেশাধিকার দেওয়া হলে ভারতের ৯০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
বিডি প্রতিদিন/এএম