জন্মহার বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিয়ে করলে বা সন্তান হলেই ডলার বা অতিরিক্ত কোনও সুযোগ-সুবিধা পেতে পারেন দেশটির নাগরিকরা।
মার্কিন সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে।
একটি প্রস্তাব হল আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ফুলব্রাইট স্কলারশিপ’ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে, এমন ব্যক্তিদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে বাচ্চা জন্ম দেওয়ার পর মায়েদের পাঁচ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৭ হাজার টাকা) অর্থসহায়তা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
এছাড়া আরও একটি পরিকল্পনার কথাও হোয়াইট হাউসের একটি সূত্র মারফত জানা গেছে। তা হল মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি সচেতন করে তোলা, যাতে কখন তারা সন্তানসম্ভবা হতে পারেন, তা নিয়ে তাদের স্পষ্ট ধারণা থাকে।
এসবের মধ্যে শেষমেশ কোন পরিকল্পনাটি সবুজ সঙ্কেত পাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ২০০৭ সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে আমেরিকায়। তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে মার্কিন প্রশাসন।
হোয়াইট হাউস সূত্রের তথ্যানুযায়ী, নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে ইতোমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজেদের সন্তানদের নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে জন্মহার বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছে চীনসহ বহু দেশ। এবার একই পথে হাঁটতে চলেছে ট্রাম্পের আমেরিকাও। সূত্র: নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/একেএ