শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

সংলাপে বসলে হামলা বন্ধ হবে

নওয়াজকে পাকিস্তানি তালেবান

সংলাপে বসলে হামলা বন্ধ হবে
পাকিস্তানে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন সরকারের কাছে শান্তি ও সংলাপের প্রস্তাব দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। নিষিদ্ধ এ সংগঠনটি বলেছে, সরকার অস্ত্রবিরতিতে রাজি হলে তার বিনিময়ে তারা সংলাপে বসতে প্রস্তুত। টিটিপি আরও বলেছে, সরকার আন্তরিক হলে যুদ্ধবিরতি অসম্ভব নয়। পাকিস্তানের বহু হত্যাকাণ্ড ও চলমান সহিংসতার জন্য মূলত এ সংগঠনটিকেই দায়ী করা হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতেও টিটিপি তৎকালীন জোট সরকারকে শর্তযুক্ত আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে সরকার ইতিবাচক সাড়া না দেওয়ায় সে আলোচনা হয়নি। তালেবানদের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেছেন, যদি নতুন সরকার তাদের আলোচনার প্রস্তাবকে আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে নেয় তাহলে তারা তাদের হামলাও বন্ধ করবেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে নওয়াজ শরিফ বলেছেন, তালেবানদের আলোচনার প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নওয়াজের এ বক্তব্যকে তালেবানরা শ্রদ্ধার সঙ্গে নিয়েছেন বলে জানান এহসান। পাকিস্তানের জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন করে ক্ষমতার পটপরিবর্তনের ফলে দেশটির সামগ্রিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। ওয়েবসাইট।

সর্বশেষ খবর