শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

সন্ত্রাসের অভিযোগে আটক মুসলিমদের জন্য ভারতে বিশেষ আদালত

সন্ত্রাসের অভিযোগে আটক মুসলিম তরুণদের দ্রুত বিচারে বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এ জন্য জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্যগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেন, 'কেন্দ্রীয় সরকার বিশেষ আদালত গঠনে রাজ্যগুলোর কাছে পরামর্শমূলক পত্র পাঠিয়েছে।' তিনি আরও বলেন, 'সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে যেসব মুসলিম বিভিন্ন রাজ্যে বন্দী রয়েছেন তার পরিসংখ্যানও জোগাড়ের চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কত বছর ধরে এ মুসলিম তরুণরা কারাগারে আটক রয়েছেন সে ব্যাপারেও তথ্য নেওয়া হচ্ছে।' সুশীল কুমার সিন্ধে আরও জানান, 'প্রকৃত তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। এ কাজে সময় লাগবে। রাজ্যগুলোকে বলা হয়েছে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ আদালত স্থাপন করার জন্য।' এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং কয়েক দিন আগে সংসদকে জানান, 'ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি' বা এনআইএ আইনে সন্ত্রাসসংক্রান্ত মামলাগুলোর বিচারের জন্য কেন্দ্রীয় সরকার ৩৯টি বিশেষ আদালত স্থাপন করেছে।' উল্লেখ্য, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কে রহমান খান তিন মাস আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের কাছে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, দেশের বিভিন্ন স্থানে বহু মুসলিম তরুণকে অন্যায়ভাবে সন্ত্রাসবাদের অভিযোগে আটক রাখা হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর