শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

দেশ ছাড়ার চেষ্টায় পারভেজ মোশাররফ

দেশ ছাড়ার চেষ্টা করছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। একথা জানিয়েছেন মোশাররফের দল পাকিস্তান মুসলিম লীগ জিন্নাহ গ্রুপের বর্তমান প্রধান ও জাতীয় পরিষদ সদস্য ইজাজুল হক। মোশাররফের এ ঘনিষ্ঠ সহযোগী জানান, নতুন সরকার শপথ নেওয়ার আগেই সাবেক সেনাপ্রধান দেশ ছাড়বেন। তবে, আদালতে মামলা চলা অবস্থায় কীভাবে মোশাররফ দেশ ছাড়বেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইজাজ। এ নিয়ে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কিংবা তার দলের সঙ্গে কোনো বোঝাপড়া হয়েছে কিনা তাও জানা যায়নি। মোশাররফ বর্তমানে ইসলামাবাদের চাক শাহজাদে নিজের খামারবাড়িতে গৃহবন্দী রয়েছেন। তার বিরুদ্ধে চালু রয়েছে বেনজির ভুট্টো হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা। লাহোরে এক সংবাদ সম্মেলনে ইজাজুল হক জানান, তার দল কেন্দ্রীয় সরকার গঠনের জন্য নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এন'কে সমর্থন দেবে। জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। ওয়েবসাইট।

সর্বশেষ খবর