শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

ইরাকে বোমা হামলায় নিহত ৩৫

ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় বেশ কয়েকটি বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। দেশটি থেকে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর সাম্প্রতিক সময়েই সংখ্যালঘু সুনি্ন ও সংখ্যাগুরু শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবেও ইরাকে শিয়া-সুনি্নদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা আরও বেড়ে গেছে। বুধবার সন্ধ্যায় বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হন। একটি গাড়িবোমা বিস্ফোরিত হয় একটি ক্যাফের বাইরে এবং অপরটি একটি বাজারে। বাগদাদের সদর শহরের পুলিশ সদস্য জাবার আল রুবাই বলেন, 'শক্তিশালী একটি বিস্ফোরণে চারদিক ঝলকে উঠল এবং ভবনটি কেঁপে উঠল। ওয়েবসাইট।

সর্বশেষ খবর