রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

ভারতে বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

ভারতে বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

উত্তর ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা আর ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। শুধু উত্তরাখণ্ডের কেদারনাথ এলাকায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত আট হাজার মানুষ। সংশ্লিষ্টরা অনুমান করছেন, মৃতের সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের মুখপাত্র দীপক কে পান্ডে জানান, বাদ্রিনাথ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে লাম্বাগারে ওই এলাকার আটকে পড়া লোকজনকে উদ্ধারে বিশেষ ধরনের পথ স্থাপন করা হয়েছে। দীপক পান্ডে বলেন, এখন পর্যন্ত প্রায় আট হাজার লোক কেদারনাথ এলাকায় আটকে আছেন। তুমুল বৃষ্টিপাতে ওই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে জানান, তীব্র বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ভূমিধস, রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়ে আছেন। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বন্যাদুর্গত ওই এলাকাগুলোতে আরও অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকারীরা জানান, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারি সূত্রে প্রাণহানির যে তথ্য দেওয়া হচ্ছে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র থেকে এই আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। বন্যাকবলিত উত্তরাখণ্ডের হৃষিকেশ থেকে ভারতের একটি দৈনিকের বরাত দিয়ে বিবিসি জানায়, বন্যা আঘাত হানার ছয় দিন পর এখন ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ শুরু হওয়ায় মৃতের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। বিবিসি, এনডিটিভি।

 

 

সর্বশেষ খবর