রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে স্নোডেনের বিরুদ্ধে পরোয়ানা

মার্কিন সরকারের গোপন নজরদারি কর্মসূচি ফাঁস করে দেওয়া ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সরকারি সম্পত্তি চুরির অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে এ অভিযোগ করা হয়। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গতকাল বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ১৪ জুন স্নোডেনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হলেও শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। মে মাসে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে মার্কিন সরকারের গোপন নজরদারি কর্মসূচি ফাঁস করে দিয়ে দেশ ছেড়ে হংকংয়ে পালিয়ে যান স্নোডেন। যুক্তরাষ্ট্র তাকে হংকং থেকে ফেরত আনার প্রক্রিয়াও শুরু করেছে বলে জানা গেছে। এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত হলে প্রতিটির জন্য তার ১০ বছর করে সাজা হতে পারে। বিবিসি।

সর্বশেষ খবর