রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

ভারতের উত্তরখণ্ডে হাহাকার, পরোটা ২৫০, পানি ৪০০ রুপি

ভারতের উত্তরখণ্ডে হাহাকার, পরোটা ২৫০, পানি ৪০০ রুপি

বন্যা ও ভূমিধসে কবলিত ভারতের উত্তরখণ্ডে বিভিন্ন জায়গায় মানবেতর জীবন যাপন করছে লাখো মানুষ। সেখানে দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের চরম সংকট। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিপন্ন তীর্থযাত্রীদের কাছ থেকে একটি পরোটার দাম ২৫০ টাকা, এক প্যাকেট চিপস ১০০ টাকা এবং এক বোতল পানির দাম রাখছে ৪০০ রুপি।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালের অসুস্থ রোগীদের এক বাটি ভাত আমাকে কিনতে হচ্ছে ৪০ রুপি দিয়ে। রাজ্যে আজ (সোমবার) থেকে আরো বৃষ্টিপাতের আশঙ্কায় শনিবার থেকে উদ্ধার অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে প্রায় ৬৬ হাজার তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ কাজে অংশ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ৫৬টি হেলিকপ্টার ও বিভিন্ন বাহিনীর ৬২০০ জওয়ান। তবে এখনো সেখানে প্রায় ৪০ হাজার মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে বলে জানা গেছে।
অন্যদিকে, সমন্বয়ের অভাবে উত্তরখণ্ডের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ধে। উদ্ধার অভিযান দেখতে তিনি শনিবার উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় সফর করেন। তিনি উদ্ধারকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করারও নির্দেশ দেন।
 
 

সর্বশেষ খবর