রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

বন্যা পীড়িতদের ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিলেন রাষ্ট্রপতি

বন্যা পীড়িতদের ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিলেন রাষ্ট্রপতি

উত্তরখণ্ডের বন্যাপীড়িত মানুষদের ত্রাণ সাহায্যার্থে নিজের এক মাসের বেতন দান করলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আজ রাষ্ট্রপতির প্রেস সচিব ভেনু রাজমনি এখবর জানিয়ে বলেছেন, রাষ্ট্রপতি তার এক মাসের বেতন বাবদ ১.৫০ লক্ষ রুপি দুর্গতদের ত্রাণ তহবিলে দান করবেন।
বন্যার কারণে ইতোমধ্যেই হিমাচল প্রদেশের সিমালাতে গরমের ছুটি বাতিল করেছেন রাষ্ট্রপতি। আগামী ২৮ জুলাই থেকে ১ জুন পর্যন্ত সিমলাতে চুটি কাটানোর কথা ছিল।
এদিকে, আজ সকাল থেকে রুদ্রপ্রয়াগ ও কেদারনাথে ফের ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে উত্তরখণ্ডে। ফলে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তারমধ্যে সমগ্র উত্তরখণ্ড জুড়ে চরম পানীয় পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। যদিও বা পানি বা খাদ্য মিলছে কিন্তু তা কিনতে চড়া দাম দিতে হচ্ছে গ্রাহকদের। সবমিলিয়ে চরম সমস্যায় পড়েছেন পর্যটকরা।

সর্বশেষ খবর