শনিবার, ১৩ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে বললেন মুন

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে বললেন মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়নের ব্যাপারে মিয়ানমারকে হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্বের কাছে ‘বিশ্বাসযোগ্য জাতি’ হতে হলে মুসলমানদের ওপর বৌদ্ধদের হামলা মিয়ানমারকে অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া দেশটিকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


বান কি মুন বলেছেন, “রোহিঙ্গা/মুসলমানদের নাগরিকত্বের দাবিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশা নিরসনে মিয়ানমারের কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া গুরুত্বপূর্ণ।”
 

গত বুধবার ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন মিয়ানমার’ ভুক্ত রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতের এক বৈঠকে মুন বলেন, মিয়ানমার সংখ্যালঘুদের সঙ্গে বিদ্যমান সমস্যা মেটাতে ব্যর্থ হলে তা সংস্কার প্রক্রিয়াকে খাটো করবে এবং আঞ্চলিক নেতিবাচক প্রতিক্রিয়াকে উসকে দিবে।


১৯৮২ সালে মিয়ানমার একটি আইন পাস। ওই আইনে দেশটির ৮ সম্প্রদায় ও ১৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কিন্তু সেই সময়ের ৬ কোটি জনসংখ্যার ৮ লাখ রোহিঙ্গাকে নাগরিকত্ব দেয়া হয়নি।

 

সর্বশেষ খবর