শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ভুটানে বিরোধী দলের বিপুল বিজয়

ভুটানে বিরোধী দলের বিপুল বিজয়

ভুটানের প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ইতিহাসে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে।

গতকাল ৬৬ দশমিক ৬ শতাংশ ভোটারের অংশগ্রহণে এই নির্বাচনে ভুটানের পার্লামেন্টের নিম্ন কক্ষ বা জাতীয় পরিষদের ৪৭টি আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩২টি আসন। আর ক্ষমতাসীন দল দ্রুক ফুয়েনসাম শোকপা (ডিপিটি) পেয়েছে বাকি ১৫টি আসন।

ভুটানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

গতকাল স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনে নানা বয়সী ভোটাররা ঐতিহ্যবাহী পোশাকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন। ভারত প্রায় দুই হাজার ইলেকট্রোনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) বিভিন্ন সরঞ্জাম দিয়ে এ নির্বাচন আয়োজনে সহযোগিতা করে।

সর্বশেষ খবর